kolkata

May 24 2023, 11:02

।। নজরুল:এক অভূতপূর্ব জীবন।।


ড.অরবিন্দ শীট

উল্কা-গতিতে বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের আবির্ভাব।বাংলা সাহিত্যে আর্বিভূত হয়ে সমস্ত আকাশকে কীভাবে রাঙিয়ে গেলেন তা নিয়ে এখনো গবেষণা হচ্ছে। সংগীত বিশিষ্টজনদের মতে, রবীন্দ্র-পরবর্তী নজরুলের গান অনেকটাই ভিন্ন ধরনের । অধিকাংশ গান সুরপ্রধান। বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্য-কথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায়।

বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে।

প্রেরণাদায়ী, বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষের জন্মদিন উদযাপন করা হবে।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১-ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে সেটা ছিল ১৮৯৯ সালের ২৪ মে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া।

অভাবী পরিবারে বেড়ে ওঠা এ প্রতিভা জীবিকার তাগিদে সম্পৃক্ত হয়েছেন নানা পেশায়। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক- নানারকম পেশা বেছে নিয়েছিলেন শৈশব ও কৈশোরে। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। ব্রিটিশ-বিরোধী আন্দোলনে পথে নেমেছেন। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন। করেছেন সাংবাদিকতাও। এই সময়গুলোতেই কালি ও কলমে স্ফুলিঙ্গ ছড়িয়েছেন তিনি।

১৯৪২ সালে হঠাৎ অসুস্থ হয়ে বাকশক্তি হারান কবি কাজী নজরুল ইসলাম। ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে কবিকে একুশে পদকে ভূষিত করা হয়। ওই বছরই কবির স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির চেতনার কবি কাজী নজরুল ইসলাম। কবি তার একটি গানে লিখেছেন, ‘মসজিদেরই পাশে আমায়, কবর দিও ভাই/যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই’। কবির এই ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।

kolkata

May 24 2023, 11:00

দক্ষিণেশ্বর থেকে বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা উদ্ধার


কলকাতা:দক্ষিণেশ্বর থেকে বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। প্রায় ৩০০কেজিরও বেশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়। ব্যারাকপুর কমিশনারেটের তরফে এই অভিযান চালানো হয়। দক্ষিণেশ্বর থানা এলাকার আরিয়ারহ শ্রীগোপাল মল্লিক রোড এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বাজি তৈরীর মসলা উদ্ধার করা হয় জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে। মঙ্গলবার রাতে চলে এই অভিযান। এর সাথে সাথে ব্যারাকপুর কমিশনারেটের বেলঘরিয়া জনের তরফে বরানগর ও দক্ষিণেশ্বর থানা এলাকার তিন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৪০০ কেজি বাজি উদ্ধার করা হয়।

শিবু দাসের বাড়ি থেকে এ বিপুল পরিমাণ বাজি তৈরীর মসলা উদ্ধার হয়।শিবু দাসের বাজির গোডাউন থেকে বাজি তৈরির মসলা উদ্ধারের সময় দেখা যায় রাজ্যের শাসকদলের একাধিক পতাকা উদ্ধার হয়। সূত্রের খবর শিবু দাস রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ ব্যবসায়ী।

kolkata

May 21 2023, 09:54

এবারের আই পি এল থেকে আনুষ্ঠানিক বিদায় কে কে আর এর


কলকাতা :কে কে আর এর এবারের আই পি এল থেকে আনুষ্ঠানিক বিদায়! লক্ষৌ সুপার জায়ান্টস তৃতীয় দল হিসাবে পৌঁছল প্লে অফে।KKR Eliminated.LSG Qualified for Play Off.ইডেনে কে কে আর এই ম্যাচ খেলতে নেমেছিল ডাক্তারি পরিভাষায় এভাবে।রোগীর ব্রেন ডেথ আগেই ঘটেছিল,এবার তার আনুষ্ঠানিক জীবনাবসান হল।আজ যদি জিততেও কে কে আর তাহলেও প্লে অফ এ যাওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না। অনেকগুলো যদিও কিন্তুর ওপর দাঁড়িয়েছিল ব্যাপারটা। এদিন অলৌকিক কিছু ঘটেনি আর কে কে আরও প্লে অফে পৌঁছতে পারেনি।

ইডেনে কে কে আর ১৭৬ রান তাড়া করতে নেমেছিল যা কঠিন কিছু নয়।তারা শুরুও করেছিল দূর্দান্ত ভাবে পাওয়ার প্লে তে ৬ ওভারে ১০+ গড়ে ৬২ রান তুলে মূলত জেসন রয় এর বিধ্বংসী ব্যাটিং এর সুবাদে।তবে গুরবাজ ও জেসন রয় ফিরতেই মোমেন্টাম হারায় কে কে আর, তারপর একটা সময় তাদের কাছে টার্গেটে পৌঁছন অসম্ভব হয়ে দাঁড়ায়।প্রয়োজনীয় রান রেট দাঁড়ায় ১৪+। কিন্তু একজন,শুধু একজন অন্যরকম ভেবেছিলেন।তিনি একার হাতে একটা অসম লড়াই লড়ে, ব্যাটের তান্ডবে অসম্ভবকে প্রায় সম্ভব করে তুলেছিলেন।তিনি এবারের আই পি এল এর বাজীগর রিঙ্কু সিং।মাত্র ৩৩ বলে ২০০+ স্ট্রাইক রেট এ তিনি করলেন ৬৭ রান।আর কে কে আর থামল মাত্র ২ রান দূরে।তারা ১৭৬ টার্গেট তাড়া করে করল ১৭৫. So Far yet So Near.কত কাছে, অথচ কত দূরে! রিঙ্কু সেই গুজরাট টাইটান্সের মতই অভাবনীয় কিছু ঘটাচ্ছিলেন শেষ ওভারে ১৯ রান সংগ্রহ করে।জেতার জন্য প্রয়োজন ছিল ২১ রান।রিঙ্কুর এবাররের আই পি এল রান তাড়া করার ব্যাপারে অবিশ্বাস্য পারফরমেন্স।তিনি ৭ টি ম্যাচে রান তাড়া করে করলেন ৩০০+ রান, ১৭৪ স্ট্রাইক রেট এ আর ১৫৪ অ্যাভারেজ এ! রিঙ্কু এবারের আই পি এল এর অন্যতম নায়ক বা ট্র্যাজিক নায়ক।

এতদ্বারা তিনটি দল পৌঁছে গেল প্লে অফ এ। গুজরাট টাইটান্স, সি এস কে ও লক্ষৌ। বাকী রইল আর একটি দল। লড়াইয়ে আছে মুম্বই,বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের। সম্ভাবনা বেশি নেট রান রেট এর বিচারে বেঙ্গালুরুর।আর এটাও নিশ্চিত গ্রুপ টপ করছে গুজরাট টাইটান্স। দু নম্বরে সি এস কে। প্রথম কোয়ালিফায়ারে লড়াই গুজরাট ও চেন্নাই এর মধ্যে যে জিতবে সে খেলবে ফাইনাল। তারপর হবে এলিমিনেটর এর খেলা ও কোয়ালিফায়ার দুটোই । এবার লক্ষণীয় দুই ভাইয়ের দাপট।হার্দিক এর নেতৃত্বে গতবার গুজরাট হয়েছিল চ্যাম্পিয়ন আর ক্রুনালের নেতৃত্বে এবার লক্ষৌ কে এল রাহুল এর ছিটকে যাওয়ার ধাক্কা সামলে পৌঁছে গেল প্লে অফ এ। অভিনন্দন লক্ষৌ সুপারজায়ান্টস কে। আজ ম্যান অব দ্যা ম্যাচ হলেন নিকোলাস পুরান।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

May 20 2023, 10:16

*এসএসকেএম নিয়ে ক্ষুব্ধ মদন*


রোগী রেফার থেকে চিকিৎসা পরিষেবার মান নিয়ে একাধিকবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এবার রাজ্যের সুপার স্পেসালিটি হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ কামারহাটির বিধায়ক মদন মিত্র। এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে এসএসকেএমকে বয়কটের ডাকল দিলেন তিনি। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ পর্যন্ত দাবি করেছেন। ভয়াবহ পরিস্থিতিতে স্মরণ করেছেন বামেদের। বাম জমানা হলে রোগী ভর্তি করতে ১ মিনিট লাগতো বলে মন্তব্য করেছেন মদন।

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে। রাতের শহরে বাইক দুর্ঘটনায় জখম হওয়া এক সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে এসএসকেএমে ভর্তি করাতে নিয়ে গিয়েই বিধায়ক অনুভব করেছেন সাধারণ মানুষকে কোন পরিস্থিতিতে পড়তে হয় অসুস্থ ব্য়ক্তিকে নিয়ে। জখম যুবককে প্রথমে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, পরাথমিক চিকিৎসাটুকু পর্যন্ত জোটেনি। আহত অবস্থাতেই ৬ ঘন্টা ফেলে রাখা হয় অ্যাম্বুলেন্সের মধ্যেই।স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও মেলেনি সুরাহা। চোখের সামনে এহেন পরিস্থিতি দেখে আর চুপ থাকেননি মদন।

এসএসকেএমে দালালরাজ চলছে বলেও সুর চড়ান। বলেন, হাজার হাজার টাকা না দিলে মেলে না পরিষেবা। এর আগে বর বার রেফার রোগ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রাথমিক চিকিৎসা পর্যন্ত না মেলায় থেকে যায় জীবনহানির শঙ্কা। সেক্ষেত্রে রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়ায় বেশ খাণিকক্ষণ সময় আরো নষ্ট নয়। এবার মদন মিত্র সাফ জানিয়েছেন, অন্যত্র রোগীর চিকিৎসার জন্য যত খরচ লাগবে তনি দেবেন। দরকার হলে নিজের হাতের ঘড়ি, আংটি বিক্রি করবেন।

স্থানান্তরের পথে রোগীর মৃত্যু হলে মেডিক্যাল অফিসারের নামে মামলা করারো নিদান দিয়েছেন তৃণমূল বিধায়ক। মামলার খরচ দিতেও রাজি তিনি। এসএসকেএমের ঘটনায় নাকি চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করলে, রাত হয়ে গিয়েছে সেই অজুহাতে কোনো পদক্ষেপই করেননি বলে অভিযোগ মদনের। পিজি-র সুপার, ডিরেক্টরের পদত্যাগ দাবি করেন মদন মিত্র।

kolkata

May 20 2023, 10:14

*অভিষেকের হাজিরার আগে নিজাম প্যালসে ডগ স্কোয়াডের তল্লাশি*


অপেক্ষার মাত্র কিছুক্ষণ। তারপরেই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবারই তলব করা হয় অভিষেককে। সোনামুখীতে নবজোয়ার যাত্রা স্থগিত রেখে কলকাতায় ফিরে আসেন তিনি। শনিবার সকাল ১১ টায় সিবিআই দফতরে তার হাজিরা দেওয়ার কথা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিজাম প্য়ালেস চত্ত্বরে। মজুত রয়েছে ডগ স্কোয়াডও। সিবিআই সূত্রে খবর, বেশ লম্বা প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে অভিষেকের জন্য। কিন্তু কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মোট পাঁচ পাতার প্রশ্নমালা প্রস্তুত। এবার শুধু অভিষেকের আসার অপেক্ষা।

এদিন অভিষেকের হাজিরা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব সমাপ্ত হওয়া পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বার বার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা থেকে নানা আইনি লড়াই লড়েছেন অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত তাকে হাজিরা দিতেই হবে। আদালতের রায় শিরোধার্য বলেও মন্তব্য করেছিলেন তিনি। এখন দেখার তদন্তকারীদের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করেন কিনা।

kolkata

May 20 2023, 09:47

*সাতসকাল কালীঘাটে কাকুর বাড়িতে ইডি হানা*


শনিবার সাত সকালে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ED। জানা গিয়েছে, এদিন সকাল ছ'টা নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের ডাকে কাকভোরে ঘুম ভাঙে সুজয়কৃষ্ণ ভদ্রের। প্রতিবেশীদের দাবি, তিনি এসে দরজা খোলেন।

শুধু তার বাড়ি নয়, জানা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার ফকিরপাড়া রোডের একটি কনসালটেন্সি সংস্থাতেও ED-র অপর একটি দল গিয়েছে। প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছে, নিয়োগ দুর্নীতি মামলাতেই এই তল্লাশি।

kolkata

May 19 2023, 14:48

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ


কলকাতা: ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ।

পরবর্তীতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়তে পারে। তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো চাকরির পরীক্ষা ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে পর্ষদকে।ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ প্রতিটি চাকরিরত শিক্ষক দের বক্তব্য শোনার প্রয়োজন ছিল মামলার শুনানিতে।ন্যাচারাল জাস্টিস তাই বলে।

kolkata

May 17 2023, 15:31

*ফের কালীঘাটের দিকে মিছিল! এবার হাতে হ্যারিকেন*

ডিএ আন্দোলনকারীদের পথ অনুস্মরণ করে যোগ্যদের নিয়োগের দাবিতে এবার কালীঘাটের পথে গ্রুপ-ডি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। হাতে হ্যারিকেন নিয়ে প্রতীকী আন্দোলনের পথে তারা।তবে, হরিশ মুখার্জি রোডের বদলে আদালতের নির্দেশ মেনে তাদের ব্যবহার করতে হবে আশুতোষ মুখার্জি রোড।

মিছিলে অংশ নেওয়ার কথা প্রায় ২০০ জনের। বুধবার সকাল থেকেই মিছিলের প্রস্তুতি ছিল তুঙ্গে। ২৬৮ দিন ধরে মাতঙ্গিনি হাজারার মূর্তির নীচে আন্দোলন করছেন গ্রুপ-ডি এর চাকরিপ্রার্থীরা। এবার দিতে চলেছেন বড় চমক।

kolkata

May 17 2023, 15:29

প্রয়াত কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী অরুণ মন্ডল


কলকাতা:প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণ মন্ডল। প্রতিথযশা ল'ফার্ম "ফক্স অ্যান্ড মন্ডলে"র অন্যতম সিনিয়র পার্টনার অরুণ মন্ডল বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত এই প্রবীণ আইনজীবীর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় তিনি লিখেছেন, "তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি 'ফক্স অ্যান্ড মণ্ডল'-এর অন্যতম কর্ণধার ছিলেন।

অশীতিপর অরুণবাবু কিছুকাল যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অরুণ কুমার মণ্ডলের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি'। ১৯৪২ সালের ৫ জানুয়ারি এই শহরেই জন্ম অরুনের। তিনি স্কটিস চার্চ কলেজ থেকে পাশ করে আইনে স্নাতক হন। ১৯৬৯ সালে শুরু করেন আইনজীবী হিসাবে কর্মজীবন। যুক্ত হন ফক্স অ্যান্ড মন্ডলের সঙ্গে। বর্তমানে তিনি সংস্থার অন্যতম প্রবীন আইনজীবী ছিলেন।

ফক্স অ্যান্ড মন্ডলের তরফে তাঁর প্রয়ানে সমবেদনা জানিয়ে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। আইনি সংস্থা হিসাবে ১২৫ বছরের জীবনযাত্রায় অরুন মন্ডল অন্যতম কান্ডারী ছিলেন। তাঁর দেখানো পথেই সংস্থা আরও উন্নত পরিসেবা দেবে বলে অঙ্গীকার করেছে তারা। অরুনের আইনি সহায়তা পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, এনটিপিসি, কোল ইন্ডিয়া, টি বোর্ডের মতো সংস্থাগুলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল।

kolkata

May 17 2023, 15:28

শর্ত সাপেক্ষে কলকাতা লেদার কমপ্লেক্সে সেখানকার কর্মীদের জনসভা অনুমতি হাইকোর্টের


কলকাতা: শর্ত সাপেক্ষে কলকাতা লেদার কমপ্লেক্সে সেখানকার কর্মীদের জনসভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। তবে সেখানে কোন বহিরাগত প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি। এমনকী স্থানীয় বিধায়ক, মন্ত্রী, জনপ্রতিনিধিরাও প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় টেনারি কর্মীদের একাধিক দাবিতে তারা একটি জনসভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায়।

জয়েন্ট কমিশনার অফ পুলিশ তাঁদের অনুমতি বাতিল করেন। এরপরেই হাই কোর্টের দ্বারস্থ হয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বুধবার মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, নিজেদের অধিকারের দাবীতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন, সমাবেশ করতেই পারেন কর্মীরা। এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে তিনি জানিয়েছেন, লেদার কমপ্লেক্স এলাকায় যারা রয়েছেন তারাই সেখানে জামায়েত বা সমাবেশ করতে পারেন। কিন্তু বাইরে কেউ সেখানে থাকতে পারবেন না। শুধুমাত্র নিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী ছাড়া কেউ ওই সমাবেশে অংশ গ্রহণ করতে পারবেন না।

মামলাকারিররা অতিথি থাকবেন বলে জানালে বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়ে দেন , কোন বহিরাগত সেখানে উপস্থিত থাকতে পারবেন না। বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে শেষ করতে হবে এই অনুষ্ঠান।